শনিবার, ১১ মে ২০২৪

ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
শনিবার, ৬ এপ্রিল ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

রং মেশানো ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া তৈরির অভিযোগে ভোলায় দুই কারখানাকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহ¯পতিবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের খালপাড় সড়কে এ অভিযান চালানো হয়।

এ সময় ভেজাল পণ্য তৈরি অভিযোগে মেসার্স আবির মসলার কারখানাকে ১ লাখ ৫০ হাজার ও মুহিব এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে মসলার কারখানাগুলোতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২:০৯:৩৯   ১৩০ বার পঠিত