শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় যে কারণে লোডশেডিং হচ্ছে জানালো বিদ্যুৎ অফিস

প্রচ্ছদ » বিদ্যুৎ ও জ্বালানি » ভোলায় যে কারণে লোডশেডিং হচ্ছে জানালো বিদ্যুৎ অফিস
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪



আল আমিন ॥

ভোলা পল্লী বিদ্যুৎ অফিসের একটি পেজ থেকে বুধবার (৩রা এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ই জানুয়ারি-২৪ইং’ তারিখে খেয়াঘাট রেন্টাল ৩৪.৫ মেগাওয়াট সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট কারিগরি ত্রুটির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। কবে চালু হবে রেন্টাল কতৃপক্ষ নির্ধারিত সময় বলতে পারে না তবে দীর্ঘসময়ের প্রয়োজন রয়েছে। বর্তমানে বিকল্প ব্যবস্থা বোরহানউদ্দীন থেকে ৩৮ কিলোমিটার দুরত্বের লাইন দিয়ে বিদ্যুৎ নেওয়া হচ্ছে এবং চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। যার কারনে ঘখউঈ (National Load Dispatch Center) এর নির্দেশনা মোতাবেক লোডশেডিং হচ্ছে। অর্থাৎ যা লোড পাচ্ছে তা রোটেশন করে চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১:৩৪:২০   ১১৬ বার পঠিত