শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় ইলিশ ধরার অপরাধে ২১ জেলের জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ইলিশ ধরার অপরাধে ২১ জেলের জেল-জরিমানা
বুধবার, ২০ মার্চ ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পৃথক অভিযানে ২১ জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ১৫জনকে ৭ দিনের কারাদন্ড ও ৬ জনকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে ভোলা সদর ও তজুমদ্দিনের মেঘনা থেকে তাকের আটক কো হয়। এ সময় জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২টি পাই জাল ও ১২টি ধরা জাল। মাছ ধরার কাজে ব্যবহৃত একটি জেলে নৌকাও জব্দ করেছে অভিযান দলটি। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মাছ ধরার অপরাধে ভোলা সদরের তুলাতলী এলাকা থেকে নিষিদ্ধ জাল ১৫ জেলেক আটক করা হয়েছে। এছাড়াও অপর আরেক অভিযানে তজুমদ্দিনের মেঘনা থেকে জাল ও নৌকা সহ আরও ৬ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জনকে ৭ দিনের কারাদন্ড ও ৬ জনের জরিমানা আদায় করা হয়েছে।

উল্লোখ্য, ইলিশের অভয়াশ্রম রক্ষা পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দু’মাসের জন্য ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৫   ৯৫ বার পঠিত