শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী উপহার

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী উপহার
শনিবার, ১৬ মার্চ ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

প্রবাসী কল্যাণ ফেডারেশন ও যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর যৌথ পরিকল্পনা ও আর্থিক সহযোগিতায় ইফতার সামগ্রিক পৌঁছে দিচ্ছেন সুবিধা বঞ্চিত মানুষদের কাছে।

প্রবাসী কল্যাণ ফেডারেশন (একটি আধুনিক অনলাইন স্বেচ্ছাসেবী প্লাটফর্ম) ও যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ (আধুনিক সমাজ গঠন ও আতœমানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ) হয়ে দীর্ঘদিন যাবৎ সমাজ সেবা মূলক কাজ করে আসছে।

প্রবাসী কল্যাণ ফেডারেশন এর প্রধান সমন্বয়ক ও যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা,পরিচালনা পরিষদ এর চেয়ারম্যান প্রবাসী আক্তার হোসেন বলেন, বর্তমান বাজার দ্রব্য উর্ধগতি হওয়ায় সাধারন, নিন্ম ও নিন্ম মধ্যেবিত্ত পরিবারের জন্য বিশেষ করে রমজান মাসে বেহাল অবস্থা, আমরা আমাদের নিজ উদ্যেগে আল্লাহর পক্ষ থেকে ইফতার সামগ্রিক পৌঁছে দিচ্ছি।

যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর ডিরেক্টর মিজান বিন নুর আলম বলেন,পূর্বেও ইফতার সামগ্রিক আমরা উপহার দিয়েছি কিন্ত এবারের মত দ্রব্য মূল্য এত বেশি ছিলোনা, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এ দ্বারা অব্যহত রাখতে।

উক্ত ফোরামের সম্মানিত সভাপতি তাজউদ্দীন নাইম বলেন, আমরা মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ও ভোলা সদর উপজেলার পঃ ইলিশা ইউনিয়নের নি¤œ শ্রেণীর মানুষদের মাঝে ইফতার সামগ্রিক দেওয়ার চেষ্টা করছি, যেমনঃ চিরা, মুড়ি, গুর, বুট, ডাল, তেল, পিয়াজ, আলু ও খেজুর পৌঁছে দিচ্ছি।

সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের কে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন উক্ত ফোরামের সহ-সভাপতি মাহমুদ হাসান, ভোলা জেলা টিমের সদস্য আনিকা, সুমাইয়া ও মুনতাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:৩৪:০৬   ৯১ বার পঠিত