
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুস্টি কমিটির সরকারের বিদ্যমান সেবা সমুহের বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে গ্রামীন জন উন্নয়ন সংস্থা ওরিয়েন্টেশনে সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া রহমান, মেডিকেল অফিসার ডাঃ টুম্পা ইসলাম,
আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ওবায়েদুল হক, সিএসসিপি মোঃ মাকসুদুর রহমান, স্বাস্থ্য সহকারি মোঃ সোহাগ। প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ে মল্টিমিডিয়ায় উপস্থাপন করেন পুস্টিবিদ মোঃ মিঠুন মন্ডল।
অনুষ্ঠান পরিচালনা করেন কারিগরি কর্মকর্তা কমিউনিটি মোবিলাইজেশন মোঃ মাসুম বিল্লাহ। ওরিয়েন্টেশনে অংশ নেয় ইলিশা, কাচিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, প্রতিবন্ধি সদস্য ও মা ও শিশু ফোরামের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১:৩১:৩২ ১৫৮ বার পঠিত