প্রধানমন্ত্রী সততার সঙ্গে দেশ পরিচালনা করছেন: তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » প্রধানমন্ত্রী সততার সঙ্গে দেশ পরিচালনা করছেন: তোফায়েল আহমেদ
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



---

আদিল হোসেন তপু ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ।

বুধবার (২০ ডিসেম্বর)বিকেলে ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন নির্বাচন উপলক্ষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা। আর সেই পতাকা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দেশ পরিচালনা করছেন। বাংলাদশকে তিনি আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত করেছেন।

তোফায়েল আহমেদ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কমিটির সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মিঠু, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫৩   ২৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা-ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে নারী ঝাঁপ: পরিচয় ও খোঁজ মিলেনি এখনো
আশায় ওদের মাস পেরিয়ে বছর হয়, তবুও পূরণ হয় না আশা!
তজুমদ্দিনে ঈদুল আযহার ছুটিতে ক্লিনিকি খোলা ৫টি নরমাল ডেলিভারী করায় স্বাস্থ্যকর্মীরা
বোরহানউদ্দিনে গাড়ীর চাকা ব্লাস্টে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম
নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, অসহায় মৎস্য বিভাগ
তেঁতুলিয়ার তীব্র ভাঙনে ভিটে হারিয়ে দিশাহারা মানুষ
১০০ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগ
ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত
ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে আপ বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



আর্কাইভ