বিজয় দিবস উপলক্ষে ভোলাবাসীকে জেলা বিএনপির আহ্বায়কের শুভেচ্ছা

প্রচ্ছদ » জেলা » বিজয় দিবস উপলক্ষে ভোলাবাসীকে জেলা বিএনপির আহ্বায়কের শুভেচ্ছা
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক মহিমাম-িত ঐতিহাসিক দিন। এ দিনটির জন্যই সারাবিশ্বে বাংলাদেশি জাতি ও বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ পরাধীনতার শৃৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে দখলদারমুক্ত করতে সক্ষম হই। স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা বিজয়ী হন। এ দেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল দেশমাতৃকার স্বাধীনতা। আজকের এ মহান দিনে সেসব বীর সেনাদের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন রইলো।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করে রাখার পর কার্যত এখনো তাকে বন্দি অবস্থায় রাখা হয়েছে। দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে দেশনেত্রী এখন ভীষণ অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। সরকার নানা টালবাহানায় দেশনেত্রীর সুচিকিৎসাকে বাধাগ্রস্ত করছে এবং তাকে বিদেশে পাঠানোর অনুমতি দিচ্ছে না। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর দেশনেত্রীর মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৩৭   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ