আজকের ভোলা রিপোর্ট ॥
প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল, চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল, চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদ এলাকায় অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন, কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম, এএমসি।
এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইন শেষে উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সালাউদ্দিন কর্তৃক নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতামূলক আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ২১:২৪:০৩ ৩০৭ বার পঠিত