শনিবার, ১১ মে ২০২৪

গাজায় ৩১ দিনে ১৭৫ চিকিৎসাকর্মী নিহত

প্রচ্ছদ » আন্তর্জাতিক » গাজায় ৩১ দিনে ১৭৫ চিকিৎসাকর্মী নিহত
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



 ---

আন্তর্জাতিক ডেস্ক।।

ইসরায়েলের হামলায় গত ৩১ দিনে গাজা উপত্যকায় মোট ১৭৫ জন চিকিৎসাকর্মী ও ৩৪ জন নাগরিক সুরক্ষাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কায়লা। খবর আল-জাজিরার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৩১ দিনে গাজার ৩৬ হাসপাতালের মধ্যে ১৬ এবং ৭২ ক্লিনিকের মধ্যে ৫১টির সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে তিনি ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, জ্বালানি তেল, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ওষুধের স্বল্পতার কথা উল্লেখ করেন।

এর আগে ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রানসেসকা আলবানিস গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ার বিষয়টি বড় ধরনের ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৯ হাজার ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৪৬   ১৪০ বার পঠিত