দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহারের দাবীতে বিক্ষোভ

প্রচ্ছদ » জেলা » দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহারের দাবীতে বিক্ষোভ
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট॥

অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিনাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যাবহার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সাথে গ্যাস বিক্রয় চুক্তি বাতিলসহ ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, ইপিজেড ও বিশেষ শিল্পাঞ্চল, ভোলা-বরিশাল ব্রিজ নির্মানের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব সামনে থেকে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দক্ষিনাঞ্চল নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ, প্রবীন সাংবাদিক আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, আয়োজক কমিটির ভোলা জেলা গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান বাহাউদ্দিন।

---

এসময় বক্তারা, ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ বন্ধের পাশাপাশি ভোলায় শিল্পাঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানান। ভোলার গ্যাস জেলার চাহিদা পূরণসহ দক্ষিণাঞ্চলের চাহিদা পূরণ করতে ভোলা-বরিশাল ব্রিজ দ্রুত নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন বলেও জানান আন্দোলনকারীরা।

---

এসময় ডাক্তার মনিষা অভিযোগ করে বলেন, ভোলার গ্যাস দিয়ে ভোলাতে ও পাশপাশি বরিশাল অঞ্চলে শিল্পায়ণের অপার সম্ভাবনা থাকার পরও তা না করে ওই গ্যাসে সিলিন্ডারে এলপিজি করে দেশের নির্দিষ্ট স্থানে নিতে সুন্দরবন কোম্পানীর সঙ্গে চুক্তি করেছে ইন্ট্রাকো নামের একটি কোম্পানী। এটি একটি চক্রান্ত বলেও দাবি করেন।

বাংলাদেশ সময়: ২:২৯:৫৫   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ