সাঈদীর পক্ষে পোস্ট, ভোলায় আরও ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রচ্ছদ » ভোলা সদর » সাঈদীর পক্ষে পোস্ট, ভোলায় আরও ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

জামায়েত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে মোট ১৪ জনকে বহিষ্কার করা হলো। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে তাদের সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক সেজান মাহমুদ পলাশ, কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মামুম হাওলাদার, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মিরাজ আহম্মেদ, সদস্য অর্নব রাজ এবং ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মাঈনউদ্দিন মাহিন।

ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিক মাহমুদ হিমেল জানান, তারা সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন, তাই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মোট ৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

তিনি আরও বলেন, এরা সবাই মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত মৃত জামায়েত নেতা দেলোয়ার হেসেন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। এমন অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে এ নিয়ে বিভিন্ন ইউনিয়নের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ সময়: ১:২১:০৩   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপকূল জুড়ে কোস্টগার্ড মোতায়েন
ভোলায় জেলা প্রশাসন মিনি পার্ক এর শুভ উদ্বোধন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ভোলা কলেজে ছাত্র আন্দোলনের মানববন্ধন
আলীনগরে বসতঘরে হামলা, ভাংচুর, মালামাল লুটপাট
ভেলুমিয়ায় দিনব্যাপি বিনামূল্যে গ্রামীন জন উন্নয়ন সংস্থার চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
সমাজসেবী এবিএম শাহজাহান স্মরণে শোকসভা ও দোয়া
পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
চরপাতা ইউনিয়নে কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত



আর্কাইভ