লাভ না হওয়ার অজুহাত : ভোলায় ৯ ডিলারের ৫ জন ডিলারই টিসিবির পণ্য উত্তোলন করেননি

প্রচ্ছদ » জেলা » লাভ না হওয়ার অজুহাত : ভোলায় ৯ ডিলারের ৫ জন ডিলারই টিসিবির পণ্য উত্তোলন করেননি
বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭



---
শিমুল চৌধুরী ॥
রমাজন মাসের শুরুতে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি করার নিয়ম থাকলেও ভোলায় রমাজানের শেষ সময়েও টিসিবির অধিকাংশ লিডার টিসিবির পণ্য বিক্রি করেননি। তার এখনো টিসিবির পণ্য উত্তোলনই করেননি। ভোলা জেলায় ৯জন টিসিবির ডিলারের মধ্যে ৫ জন ডিলারই কোন পণ্য উত্তোলন বা বিক্রি করেননি। জেলার সাত উপজেলায় মাত্র ৪ জন ডিলার টিসিবির পণ্য বিক্রি করছেন বলে জানা গেছে। জেলা সদরে একমাত্র ডিলার মেসার্স আহম্মদ ট্রেডার্সের সত্বাধিকারি মনির মিঝি এখনো পণ্য উত্তোলনই করেননি। তিনি বিগত ৪ বছর ধরে টিসিবির পণ্য উত্তোলন করছেননা।  লাভ না হওয়ার অজুহাতে টিসিবির ডিলাররা পণ্য উত্তোলন করছেননা।
এ বিষয়ে মনির বলেন, লাভের আশায় ৩/৪ বছর আগে টিসিবির ১৪০০ কেজি পণ্য এনে বিক্রি করেছিলাম। কিন্তু বরিশাল থেকে পরিবহন খরচ দিয়ে ভোলায় মাত্র ১টাকা লাভে পণ্য এনে আমাদের পোষায়না। তাই ৩/৪  বছর ধরে টিসিবির পণ্য উত্তোলন করছিনা। তিনি আরো বলেন, আমার ডিলারশিপ বাতিলের জন্য জেলা প্রশাসনকে জানিয়েছি।
দৌলতখান উপজেলার ২ জন ডিলারের মধ্যে ১ জন ডিলার টিসিবির পণ্য বিক্রি করেছেন ১ জন ডিলার পণ্য উত্তোলন করেননি।
বাংলাবাজারে অবস্থিত দৌলতখান উপজেলার টিসিবির  ডিলার মেসার্স জনতা এন্টারপ্রাইজের সত্বাধিকারি আব্দুল খালেকও এ বছর টিসিবির পণ্য উত্তোলন করেননি। খালেকের ছেলে হারুন গতকাল বুধবার দুপুরে বলেন, আমার বাবা গুরুতর অসুস্থ্য হওয়ার কারনে তারা এ বছর টিসিবির পণ্য উত্তোলন করেননি। টিসিবির পণ্য বিক্রি করে লাভ না হওয়ার কথাও জানান তিনি। হারুন বলেন, গত বছর টিসিবির পণ্য বিক্রি করে আমাদের প্রায় ৭৬ হাজার টাকা লোকসান হয়েছে। উপজেলার অপর ডিলার নবী এন্ড টেডার্সের সত্বাধিকারি মোঃ গজনবী জানান, তিনি ভোলা সদরে ডিসি অফিসে ট্রাকে করে ২ দিন দেড়টন পণ্য বিক্রি করেছেন। তিনি বলেন, পাইকারি বাজারে মশুরি ডালের কেজি ৬৮ টাকা। কিন্তু আমাদের বিক্রি করতে হচ্ছে ৮০টাকা। তাই ক্রেতারা আমাদের কাছ থেকে পণ্য নিতে চাচ্ছেননা। চিনি ৫৫ টাকা, বুট ৭০ টাকা ও তেল ৮৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
তবে, টিসিবির ক্রেতা ভোলা শহরের ওষ্টোর্ণ পাড়ার বাসিন্দা হারুন-অর রশিদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিন বলেন, ভোলা শহরের কোথাও কাউকে টিসিবির পণ্য বিক্রি করতে দেখিনি। তারা আরো বলেন, শুধু আমরা নই, আমাদের মত অনেকেই টিসিবির পণ্য বিক্রি করতে দেখেনি।
বোরহানউদ্দিন উপজেলার টিসিবির ডিলার সৈকত ট্রেডার্সের সত্বাধিকারি সমির চাঁদ দে বলেন, গত বছর টিসিবির পণ্য বিক্রি করে প্রচুর লোকসান হয়েছে। তিনি বলেন, এক লাখ ২৫ কেজি পণ্য বিক্রি করলে আমাদেরকে প্রতি কেজিতে মাত্র ২ টাকা লাভ দেয়। কিন্তু বরিশাল থেকে লঞ্চ ভাড়া, গাড়ি ভাদা ও শ্রমিকের খরচ দিয়ে এ পণ্য বোরহানউদ্দিনে এনে বিক্রি করে কোন লাভ হয়না। বরং লোকসান হচ্ছে। তাই এ বছর টিসিবির পণ্য উত্তোলন করিনি। ভবিষ্যতে টিসিবির পণ্য উত্তোলনে তিনি জেলা প্রশাসকের কাছেও অপরাগতা প্রকাশ করেন। তবে, ভোলায় টিসিবির অফিস স্থাপন করলে কিছুটা লাভ হবে বলেও মনে করছেন এ ডিলার।
টিসিবি কর্তৃপক্ষ বলছে, পর পর দুই বছর পণ্য উত্তোলন না করলে তাদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে। কিন্তু টিসিবির অনেক ডিলার বিগত ৩/৪ বছর ধরে টিসিবির পণ্য উত্তোলন করছেননা। ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতা হওয়ায় টিসিবির এসব ডিলারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেননা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন গতকাল বুধবার দুপুরে বলেন, লাভ না হওয়ায় ডিলাররা টিসিবির পণ্য বিক্রি করতে চাচ্ছেননা। তিনি আরো বলেন, আমি এর আগে ডিলারদেরকে ফোন করে ফোন করে জোর করে টিসিবির পণ্য উত্তোলন করে বিক্রি করতে বলেছিলাম। কিন্তু এতেও কোন কাজ হচ্ছেনা। ডিলাররা টিসিবির পণ্য বিক্রিতে আগ্রহী হচ্ছেননা।
এ বিষয়ে টিসিবি বরিশাল অফিসের অফিস সহকারি মোঃ মাছুম জানান, ভোলায় ৯ জন ডিলারের মধ্যে ৪ জন ডিলার টিসিবির পণ্য উত্তোলন করেছেন। তিনি বলেন, সরকারি নিয়মানুযায়ী ডিলাররা প্রতি বছর রমজান মাসে টিসিবির পণ্য উত্তোলন করতে হবে। পর পর ২ বছর টিসিবির পণ্য উত্তোলন না করলে তাদের ডিলারশিপ বাতিল করা হবে। যেসব ডিলার টিসিবির পণ্য উত্তোলন না করবেন তাদের ডিলারশিপ বাতিল হবে বলেও জানান তিনি। লাইসেন্স নবায়ন না করলের তাদের ডিলারশিপ বাতিল হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৩   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ