ভোলায় সুজনের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় সুজনের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১৮ জুন ২০২৩



মোঃ মনিরুল ইসলাম ॥

সমাজের সুশাসন প্রতিষ্ঠায় করনীয় ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে ভোলায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ জুন) ভোলা শহরের ওবায়দুল হক কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সুজনের ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী।

---

সভাপতির বক্তব্যে মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার ভোলার গ্যাস ভোলাবাসিকে না দিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। ভোলায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে অন্য জেলা চলছে। অথচ ভোলায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোলা পৌরসভার প্রায় সকল পুকুর ভরাট করা হয়েছে। এখন শহরের মাঝখানে অবস্থিত বাংলাস্কুলের পুকুরটিও দখল হয়ে যাচ্ছে। তাই এখন আর বসে থাকার সময় নেই। এখন এসব অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে’।

ওবায়দুল হক কলেজের প্রভাষক মোঃ কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, হোসনে আরা বেগম চিনু, বিলকিছ জাহান মুনমুন, প্রভাষক মোঃ বাছেত হোসেন, অভিনাষ নন্দী, এরব স্কুলের সহকারী শিক্ষক মনির হোসেন ও আব্দুল গণিসহ আরও অনেকে।

সুজনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক গোলাম মাহামুদ, মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম, সহকারী শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম, সাংবাদিক এ.সি.ডি.অর্জুন ও কলেজ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তরুণ-তরুনীসহ প্রায় ৫০জন সচেতন নাগরিকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বেশ কয়েকজন নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১:১৬:০২   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ