বুধবার, ১ মে ২০২৪

দৌলতখানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-২

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-২
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর (৪০) ও একাধিক মাদক মামলা, নারী শিশু মামলার ওয়ারেন্ট আসামি মো. রাকিব (২৫) গ্রেপ্তার করেছে দৌলতখান থানা পুলিশ। বুধবার (৫ এপ্রিল) বিকালে পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দুই বছরের মামলার সাজাপ্রাপ্ত আসামি দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ডের মো. রহিমের ছেলে জাহাঙ্গীর ও একই উপজেলার মাদক মামলার আসামি দিদারুল্লাহ ৬নং ওয়ার্ডের মৃত আ: মালেকের ছেলে রাকিব।

---

পুলিশ সূত্রে জানা যায়, যৌতুক মামলায় জাহাঙ্গীরকে ২ বছরের সশ্রম কারাদ-সহ ৩০০০ টাকা জরিমানার আদেশ দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অন্যদিকে একাধিক মাদক মামলা ও নারী শিশু মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শফিকুল ইসলাম ও এএসআই লিমন হোসেনের নেতৃত্বে পুলিশের দল পৃথক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মামলার আসামিকে সহ মাদক ও নারী শিশু ওয়ারেন্ট আসামিদের গ্রেফতার করেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৮   ১৭৯ বার পঠিত