বুধবার, ১ মে ২০২৪

দৌলতখানে স্থানীয় খামারীদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » দৌলতখানে স্থানীয় খামারীদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার দৌলতখানে পোল্ট্রি খামারিদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান উপজেলার মিয়ারহাট গ্রামীন জন উন্নয়ন সংস্থার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রানিসম্পদ খাতের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবীর, বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ অরুন কুমার সিংহ ও টেকনিক্যাল অফিসার ডাঃ  আবদুর রহিম। দিনব্যাপি এ কর্মশালায় এলাকার ৩৫ জন খামারী অংশ নেয়।
বক্তারা নিরাপদ পোল্ট্রি পালনে নিয়মিত ভ্যাকসিন দেয়া, খামার পরিস্কার ও জীবানুমুক্ত রাখার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি নিরাপদ পোল্ট্রি বাজারজাত করতে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪২   ১৯৮ বার পঠিত