রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভোলার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ভোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটিতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক চত্বরে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে দাঁড়িয়ে নিরবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, তৌফিক-ই-লাহী চৌধুরী।

---

এসময় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল বাংলা ও বাঙালিদের প্রতি বঙ্গবন্ধুর হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অকৃত্রিম দেশপ্রেমের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ৭ই মার্চের ভাষণ থেকে অনুপ্রামানিত হয়ে মুক্তিপাগল জনতা দেশ স্বাধীনের প্রস্তুতি নিয়েছিল এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর ১৯৭১ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।
একই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় জেলার অন্যান্য বিভাগীয় কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৯   ২২৬ বার পঠিত