শনিবার, ১১ মে ২০২৪

ইলিশায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

প্রচ্ছদ » অপরাধ » ইলিশায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
সোমবার, ৬ মার্চ ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ এলাকায় অভিযান পরিচালনা করে হারুন খলিফার বাড়ী থেকে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে। সোমবার (৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ আলী সুজা, জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ দক্ষিণ চর আনন্দ পার্ট-৩ এলাকায় হারুন খলিফার বাড়ীতে অভিযান পরিচালনা করে এই জাল উদ্ধার করেন। উদ্ধারকৃত ১৫ হাজার মিটার কারেন্ট জাল জনগনের সামনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ আলী সুজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হারুন খলিফার বাড়ীতে অবৈধ কারেন্ট জাল রয়েছে। ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করি এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কেউ যাতে এসব কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৭   ২১২ বার পঠিত