বুধবার, ১ মে ২০২৪

ভোলায় বিনামূল্যে ৬২ নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় বিনামূল্যে ৬২ নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার এলাকায় অবস্থিত আনাজ বিন মালেক রহমতুল্লাহ মাদ্রাসা প্রাঙ্গণে রবিবার সকাল দশটায় টেকসই উন্নয়ন অবিষ্ট এসবিজি সফলতা অর্জনের লক্ষ্যে ৬২ নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

---

সাঈদ, সাবরি, রজবালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইডেন সরকারি কলেজ ঢাকার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক ফিরোজা বেগম, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, ভোলা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সালাউদ্দিন হাওলাদার, এসএসটিএস বাংলাদেশের প্রকল্প পরিচালক আব্দুল আহাদ, আনাস বিন মালেক রাঃ মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মোট ৬২ নারীর মাঝে ৬২টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
এছাড়া ৬২টি নারী প্রশিক্ষনারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন প্রেশার প্রায় ৩ শতাধিক লোক উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোসিয়াল এন্ড টেকনোলজি সাপোর্ট বাংলাদেশ এর সহযোগিতায় কুয়েত সংস্থা কর্তৃক এই সেলাই মেশিন বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান, আনাজ বিন মালেক রহমাতুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস।
এ সময় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আনাস বিন মালেক রঃ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মিয়া মোঃ ইউনুস।

বাংলাদেশ সময়: ০:০৫:০৭   ১৮৫ বার পঠিত