শনিবার, ১১ মে ২০২৪

বোরহানগঞ্জ বাজারে পলিথিন রাখা ও বিক্রী করার অপরাধে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » বোরহানগঞ্জ বাজারে পলিথিন রাখা ও বিক্রী করার অপরাধে জরিমানা
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ঊরিবার (২৬ ফেব্রুয়ারী২০২৩) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, মজুদ ও বিতরণ করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দিয়েছেন, বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এবং সহায়তা প্রদান করেন বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যগণ।
মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় এবং ৩০(ত্রিশ) কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মেসার্স আঁখি স্টোর, বোরহানগঞ্জ বাজার; জরিমানা -৫,০০০/-টাকা এবং পলিথিন জব্দ ১৫ কেজি।

বাংলাদেশ সময়: ০:০১:১৭   ২২৫ বার পঠিত