শনিবার, ১১ মে ২০২৪

লালমোহনে শিক্ষকের পা ভেঙে দেয়ার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে শিক্ষকের পা ভেঙে দেয়ার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



শাহিন আলম মাকসুদ, লালমোহন ॥
ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় দোষীদের কে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। রবিবার সকালে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

---

মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত ৯ ফেব্রুয়ারী বৃহ¯পতিবার সকালে চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরে আলমের দোকানের সামনে সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায় তারই চাচাতো ভাই মোঃ আনোয়ার হোসেন ও তার লোকজন। হামলায় রুহুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তারা আরও বলেন, হামলার ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা দায়ের করা হয়। তবে এখনও কোনও আসামি গ্রেফতার না হওয়ায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। তাই শিক্ষকের ওপর হামলাকারীদের কে দ্রুত গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আবি আবদুল্লাহ, নরেন তালুকদার ও হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৫৫   ২১৫ বার পঠিত