শনিবার, ৪ মে ২০২৪

ভেলুমিয়ায় প্রসপারিটি সদস্যদের জরুরী সহায়তা কার্যক্রমের উদ্ধোধন

প্রচ্ছদ » অর্থনীতি » ভেলুমিয়ায় প্রসপারিটি সদস্যদের জরুরী সহায়তা কার্যক্রমের উদ্ধোধন
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার ভেলুমিয়ায় ইউনিয়নের প্রসপারিটি প্রকল্পের আওতায় অতি দরীদ্র সদস্যদের মধ্যে জরুরী সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় কার্যক্রমের উদ্ধোধন করেন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক ড. শরীফ আহমেদ চৌধুরী। এতে পাচটি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে বায়োমেট্রিক পদ্ধতিতে ছয়হাজার টাকা করে দিয়ে কার্যক্রমের উদ্ধোধন করা হয়। পর্যায়ক্রমে ছয়শত পরিবারকে এভাবে টাকা দেয়া হবে।
সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন পিকেএসএফ এর উপ ব্যাবস্থাপক (কার্যক্রম) আহমেদ মাহামুদুর রহমান , সহকারী ব্যাবস্থাপক (কার্যক্রম) শাহারিয়ার আল মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন পুষ্টিবিদ বাবুল আখতার।
এ কার্যক্রমের আওতায় ভেলুমিয়া ইউনিয়নের ছয়শত অতিদরীদ্র পরিবারকে প্রতি জনকে ছয় হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৫২:১১   ২৪০ বার পঠিত