রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥
জেলার লালমোহন উপজেলায় আজ চারকোটি ৭০ লাখ টাকা ব্যয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নে উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর বাস্তবায়নে বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র আওতায় তিনতলা বিদ্যালয় ভবনটির নিচতলা ফাঁকা রাখা হয়েছে। দশহাজার পাঁচশ বর্গফুট জমির উপর নির্মিত ভবনটি প্রাকৃতিক দূর্যোগের সময় সাইক্লোন সেল্টার হিসাবে ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:২৬   ৩২৯ বার পঠিত