বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে লালমোহন থানা

প্রচ্ছদ » অপরাধ » হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে লালমোহন থানা
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



---

লালমোহন প্রতিনিধি ॥
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমের নির্দেশনায়, লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর তত্বাবধায়নে গত ৬ মাসে লালমোহন থানার জিডি মূলে ২১(একুশ) টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ লালমোহন থানা।
লালমোহন থানার অত্যন্ত দক্ষ ও চৌকস সাব ইন্সপেক্টর মো. গোলাম সারোয়ারের দায়িত্ববান ভূমিকার কল্যাণে এই সফল অর্জন- বলে মনে করছে সচেতনমহল।
আড়াইমাস আগে পশ্চিম চর উমেদ ইউনিয়নের মোতাহার নগর এলাকায় একটি কুলখানিতে অংশ নিতে গিয়ে হাতের মূল্যাবান ভিভো এন্ড্রয়েড সেট হারিয়ে ফেলেন ইউরো বাংলা টাইমসের ম্যানেজিং এডিটর ও নুরুন্নবী চৌধুরী কলেজের বাংলা প্রভাষক শাহাবুদ্দিন রিপন।
তথ্য প্রযুক্তির সর্বোত্তম সদ্ব্যবহারে গত ৩১ ডিসেম্বর ২০২২ বছরের শেষদিন লালমোহন থানা কর্তৃপক্ষ রিপন শানের হারানো সেটটি অত্যন্ত আন্তরিকতার সাথে তুলে দেন।
লালমোহন থানার কর্তব্যপরায়ন অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেছিলেন- চিন্তা করবেন না। আমরা আপনার সেটটি খুঁজে এনে আপনার হাতে তুলে দেবোই। ইনশাআল্লাহ। একটা জিডি করুন, সময়মত পেয়ে যাবেন।
গজারিয়ায় খোয়া যাওয়া সেট আড়াইমাস পর অবশেষে ফিরে এলো শেরপুর থেকে। প্রতিশ্রুতি পেলো সুফল রূপায়ন। অভিনন্দন লালমোহন থানা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০০   ২১৯ বার পঠিত