বুধবার, ১ মে ২০২৪

লালমোহনে ১৪ বছর পর গ্রেপ্তার হলো চোর

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ১৪ বছর পর গ্রেপ্তার হলো চোর
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন উপজেলায় ২০০৮ সালে মো. জোটন (৪০) এর বিরুদ্ধে একটি চুরির মামলা হয়। এরপর থেকেই ১৪ বছর এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন তিনি। এর মধ্যে এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারক। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মহেশখালী গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া জোটন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী  গ্রামের আব্দুল কাদেরের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান।
তিনি বলেন, চুরির মামলায় জোটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত জোটনকে কারাগারে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৪   ১৭৯ বার পঠিত