ফটোগ্রাফিতে প্রতিষ্ঠা পেতে চান আরজে রাসেল

প্রচ্ছদ » ভোলা সদর » ফটোগ্রাফিতে প্রতিষ্ঠা পেতে চান আরজে রাসেল
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
শুরুটা হয়েছিলো রেডিও উপস্থাপকের মধ্যমে। বেশ কয়েক বছর সুনামের সাথে কাজও করেছেন। কাজের ফাঁকে লিখেছেন গল্প-কবিতা। লেখার নেশা এখনও আছে, তবে এ মুহুর্তে ব্যস্ত হয়ে পড়েছেন ফটোগ্রাফিতে। সময় পেলে ছবি তোলেন। ছুটে যান গ্রামের পর গ্রাম আর উপকূলের বিপন্ন জনপদে। প্রকৃতিকে ভালোবেসে ছবি তোলেন। তার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক বার ভাইরাল হয়েছে। এছাড়াও তার তোলা ছবি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে স্থান পেয়েছে।
এমনি গল্প রাসেল উদ্দিনের। যিনি আরজে রাসেল নামে সর্বমহলে বেশ পরিচিত। নোয়াখালী জেলার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বাসিন্দা বাসিন্দা এই তরুন। স্বপ্ন দেখন একদিন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার হবেন।
বর্তমানে ভোলার বে সরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীন জন উন্নয়ন সংস্থায় (জিজেইউএস) কর্মরত আছেন। এরআগে রেডিও সাগরদ্বীপ ৯৮.২ সিনিয়র ভয়েজ আটিস্ট হিসেবে কর্মর্ত ছিলেন। বর্তমান কর্মস্থলে ভিভিন্ন ডকুমেন্টরির ভয়েজ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাসেল। এই তরুন ফটোগ্রাফারের ‘ফটোগ্রাফিতে’ বাস্তব প্রশিক্ষণ না থাকলেও ছবি তুলতে তুলতে হয়ে উঠেছেন একজন দক্ষ ফটোগ্রাফার। এখন ছবি তোলাই তার নেশা। যখন যেখানে যান ছবি তোলেন।
ফটোগ্রাফির মাধ্যমে হয়ে উঠতে চান অন্যতম ফটোগ্রাফার। তার তোলা ছবি মন ছুয়ে যায় প্রকৃতিপ্রেমী মানুষের। রাসেল উদ্দিন বলেন, ছবি তুলতে আমার ভীষন ভালো লাগে, যখন যেখানে যাই ছবি তুলি।
ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি সেই স্বপ্ন একদিন পূরণ হবে।

বাংলাদেশ সময়: ০:৪৬:৪০   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
সমাজসেবী এবিএম শাহজাহান স্মরণে শোকসভা ও দোয়া
পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
চরপাতা ইউনিয়নে কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা



আর্কাইভ