শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রচ্ছদ » জেলা » ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা
বুধবার, ৯ নভেম্বর ২০২২



আজকের ভোলা রিপোর্ট ॥
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান নিয়ে জেলা সদরে বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলি¤িপয়াড-২০২২ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের বহুমুখী কার্যক্রম এবং সেবা দানের প্রক্রিয়া কতটা জনমুখী হয়েছে সেটা মানুষের সামনে নতুন করে উপাস্থাপনের জন্যই এই মেলার আয়োজন। বিভিন্ন বিভাগের উদ্ভাবনী কার্যক্রম ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা এখানে ফোকাস করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলাসহ প্রত্যেক উপজেলায় এই মেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।

---

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, আর্জন, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৬   ২৫৯ বার পঠিত