শনিবার, ১১ মে ২০২৪

বাংলাদেশ অসম্প্রদায়িক গণতন্ত্রের দেশ: তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » বাংলাদেশ অসম্প্রদায়িক গণতন্ত্রের দেশ: তোফায়েল আহমেদ
রবিবার, ২ অক্টোবর ২০২২



---

ছোটন সাহা ॥
মঙ্গল প্রদীপ প্রজ্জলন এবং ষষ্ঠী পুজার মধ্যদিয়ে ভোলায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ বছর জেলার ১১৬ টি মন্ডপে শারদীয় দুর্গোৎস চলছে। ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদ পুজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শনিবার (১ অক্টেবর) রাতে শহরের শতদল বিকাশ ক্লাব পুজা মন্ডপ থেকে তিনি এ উৎসবের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারন স¤পাদক অসীম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অসম্প্রদায়িক গণতন্ত্রের দেশ। আমরা সবাই এক ও অভিন্ন। আমরা সকলে মিলে মিশে আছি। এবারের পুজা সুন্দর আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান।
এদিকে সন্ধা থেকে মন্ডপে মন্ডপে পূণ্যার্থীদ ঢল নেমেছে। দেবী দর্শনে ছুটে আসছেন পুণ্যার্থীরা। মন্ডপগুলো চলছে আরতী, নৃত্য, অষ্টমী সেরা নারী প্রতিযোগীতাসহ নানা ধরনের আয়োজন।

বাংলাদেশ সময়: ০:২৪:০৫   ২৭০ বার পঠিত