ভোলায় ৫৪ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

প্রচ্ছদ » জেলা » ভোলায় ৫৪ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান
বুধবার, ১৪ জুন ২০১৭



---
আদিল হোসেন তপু ॥
ভোলা জেলার ৭ উপজেলায় পুলিশের বিভিন্ন ক্যটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য ৫৪ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনসে পুলিশ এর মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মো. মোকতার হোসেন এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সূপার।
এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগনের বন্ধু। তাই সর্বপ্রথম জনগনের সাথে ভাল ব্যবহার করতে হবে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে চেক পোষ্ট এর সংখ্যা বাড়াতে হবে। এ সময় প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায় ওসি, এসআই-এর নেতৃত্বে জঙ্গি ও মাদক বিরোধী সভা করার জন্য নির্দেশ দেন পুলিশ সুপার।
এসময় তিনি আরো বলেন, আসছে ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতি উপজেলায় যেন আইনশৃঙ্গলা  পরিস্থিত শান্ত রাখতে পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে বলে জানান। তিনি বলেন, ঈদকে সামনে রেখে ভোলার নৌপথে দিয়ে মাদক আসতে পাড়ে তাই। সর্তকতার সাথে এই মাদক ব্যাবসায়ীদের আটক করে ভোলা জেলাকে মাদক মুক্ত করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন, সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর) সাব্বির হোসেন, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির সহ জেলায় কর্মরত বিভিন্ন থানা ও ফাড়ির ওসি সহ বিভিন্ন থানার শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক দ্রব্য উদ্ধারে পুরষ্কৃত করা হয়েছে ১০জনকে। গ্রেফতারী পরোয়ানা তামিলে ৭জন কে। মামলা নিষ্পত্তি করনে ৪ জনকে। বেস্ট অফিসার ইনচার্জ ৫ জনকে। মোটরযান আইনে একজন। এ ছাড়া ২৭জন পুলিশ সদস্যকে ভাল কাজের জন্য বিশেষ ভাবে পুরষ্কৃত  প্রদান করা  হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫২   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ