বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ভোলায় স্ত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় স্ত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় স্ত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদের বক ফোয়ারায় স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে দুর্বৃত্তদের এই হামলার শিকার হন পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারী (২৪)। আহত এনামুলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সাথে জড়িতে সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করেছে। বাকী হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

---

আহত পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারীর স্ত্রী জানায়, শুক্রবার বন্ধের দিন হওয়ায় তার স্বামী ভোলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল এনামুল ব্যাপারীসহ ভোলা শহরের জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে আসেন। এসময় ৮/১০জনের দুর্বৃত্তরা পুলিশ সদস্যের স্ত্রীকে ইভটিজিং ও উত্ত্যাক্ত করে। পুলিশ সদস্য এনামুল ব্যাপারী তার স্ত্রীকে কেন উত্তাক্ত করা হচ্ছে দুর্বৃত্তদেরকে জিজ্ঞেস করলে উত্ত্যাক্তকারীদের সাথে পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইভটিজিংকারী দুর্বৃত্তরা ধাড়ালো অস্ত্রী দিয়ে পুলিশ সদস্যকে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। এনামুল ব্যাপারী নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পরও দুর্বৃত্তরা তাকে মারধর ও কোপাতে থাকে। এসময় আশেপাশে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়। পরে পুলিশ সদস্যের স্ত্রী ও অন্যান্য লোকজন আহ এনামুল ব্যাপারীকে রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে পুলিশ সদস্য এনামুল ব্যাপারী কিংবা তার স্ত্রী দুর্বৃত্তদেরকে চিনতে পারেনি বলে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক একজনকে আটক করেছে। তবে নাম পরিচয় দেন নি। বাকীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল এনামুল ব্যাপারী (২৪) তার স্ত্রীকে নিয়ে জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে আসে। এসময় কিছু দুর্বৃত্ত এনামুলের স্ত্রীকে ইভটিজিং করলে এনামুল বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বুত্তরা এনামুলকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলার সাথে জড়িতে সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করা হয়েছে। বাকী হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭:০৬:১১   ২৬৬ বার পঠিত