শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে খোলাবাজারে ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে খোলাবাজারে ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২



---

গাজী মোঃ আঃ জলিল, তজুমদ্দিন ॥
সারাদেশের মতো ভোলার তজুমদ্দিনে সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এদিকে কম দামে চাল কিনতে পেরে খুশি নিু আয়ের মানুষ। ১ সেপ্টেম্বর বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা সদর কৃষি ব্যাংকের সামনে ও শশীগঞ্জ বাজারে দুইটি কেন্দ্রে চাল বিক্রির কার্যক্রমের জন্য উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা মাথাপিছু ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এই কর্মসূচির আওতায় তজুমদ্দিন উপজেলার দুইটি পয়েন্টে প্রতিদিন সপ্তাহের শুক্র ও শনিবার ব্যতীত বাকি ৫ দিন প্রত্যেক ¯পটে ২ মেট্রিক টন চাল ৪০০জন মানুষ মাঝে বিতরণ করা হবে।
খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ করে নিুআয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হয় হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:০৫:৩০   ২১৯ বার পঠিত