শনিবার, ১১ মে ২০২৪

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালে মারাত্মক ঝুঁকি নিয়ে যাত্রীদের উঠানামা

প্রচ্ছদ » দৌলতখান » বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালে মারাত্মক ঝুঁকি নিয়ে যাত্রীদের উঠানামা
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



দৌলতখান প্রতিনিধি ॥
দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনালে মারাত্মক ঝূঁকি নিয়ে প্রতিদিন যাত্রীরা উঠানামা করছেন। যাতায়াতের সুবিধার কারণে ভোলা জেলার দৌলতখান উপজেলার এই লঞ্চ টার্মিনাল দিয়ে প্রতিদিন বিভিন্ন উপজেলা শতশত যাত্রী আসা যাওয়া করে। নদীর তীরবর্তী থেকে একটু দূরে টার্মিনালের অবস্থান হওয়ায় এবং জলোচ্ছ্বাসর কারণে টার্মিনালটি বিভিন্ন দিক ছোটাছুটি করে, আর দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বর্তমানে যাত্রীরা এই ব্যস্ততম টার্মিনাল ব্যবহারে শঙ্কিত। যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার আজ সরজমিন পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করে। এ সময় তার সাথে পাউবো কর্মকর্তারা ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিন যাত্রীদের উঠানামার সময় যাত্রীদের কান্নার শব্দ শুনা যায়। ঘাট ইজারাদার এর সাথে যোগাযোগ করা হলে আমাদেরকে জানান তাহাদের আন্তরিকতার জন্যই এখন পর্যন্ত বড় কোন দূর্ঘটনা হয়নি, তারা যাত্রীদের প্রতি সব সময়ই আন্তরিক। এই বিষয়গুলো তারা অভ্যন্তরীন নৌ কর্তৃপক্ষকে জানান কিন্তু তারা এ বিষয় কোন পদক্ষেপ গ্রহন করে নাই।

বাংলাদেশ সময়: ০:১২:২৪   ৩২২ বার পঠিত