ভোলায় সেচ্ছাসেবক দল নেতা নিহত ও নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, সমাবেশ

প্রচ্ছদ » জেলা » ভোলায় সেচ্ছাসেবক দল নেতা নিহত ও নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, সমাবেশ
মঙ্গলবার, ২ আগস্ট ২০২২



---

আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহত ও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে তিতুমীর কলেজ ছাত্রদল সভাপতি আরিফুর রহমান এমদাদ (আরিফ) ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মহাখালী থেকে গুলশান (১) পর্যন্ত প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সমাবেশ। এতে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিরাজ আল ওয়াসী, রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহিন আল মাহমুদ, দপ্তর সম্পাদক মো. আল আমিন খান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন আশিক, মো. রাকিবুল ইসলাম, রহমত হোসেন, আবদুল হান্নান, মো. সুজন জমাদ্দার, সাইফুল ইসলাম, সোহেল রানা, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সাবেক অর্থ সম্পাদক হাসান সিকদারসহ অনেকে। মিছিল শেষে বক্তব্যে কলেজ ছাত্রদল সভাপতি আরিফুর রহমান এমদাদ (আরিফ) বলেন, ভোলায় এ হত্যাকা-ে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। তিনি আরও বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে যেকোনো কর্মসূচি পালন করতে সর্বদা প্রস্তুত।
জবি ছাত্রদলের বিক্ষোভ: ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে এবং সারাদেশে লোডশেডিং ও জ¦ালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। গতকাল সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। জবি ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে শাখারিবাজার মোড় ঘুরে জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণের অধিকার পুলিশের নেই। এমন আচরণ ভবিষ্যতে হলে ছাত্র-জনতাকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিরোধ গড়ে তুলবে। সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, পুলিশের বাহিনীর দলীয় আচরণ চলবে না। কেউ যদি এমন আচরণ করতে চান, তাহলে পুলিশের পোশাক ছেড়ে মুজিবকোর্ট পরিধান করেন। তাহলেই তখন তাদের রাজপথে মোকাবিলা করা হবে। কোনো রাষ্ট্রীয় বাহিনীর গুটিকয়েক লোকের জন্য পুরো বাহিনী দায় নিক, আমরা তা চাই না। এ সময় তিনি দলীয় মানসিকতার সব পুলিশ সদস্যকে সতর্ক করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমী, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:৫১:১৭   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ