শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির জন্মদিন পালন

প্রচ্ছদ » জেলা » ভোলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির জন্মদিন পালন
সোমবার, ৪ জুলাই ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
আলোচনা সভা, কেককাটা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে ভোলায় এনটিভির জন্মদিন পালিত হয়েছে। রবিবার ৩জুলাই ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পন উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভাটি এসটিভির স্টাফ করেসপন্ডেন্ট মো: আফজাল হোসেন এর সুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয়। সিনিয়র, জুনিয়ার সাংবাদিক আর প্রশাসনসহ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের এক মিলনমেলায় পরিনত হয় ২০ বছরে এনটিভির পদার্পন অনুষ্ঠানটি। ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি এবং ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, ভোলার প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এবং বাসস প্রতিনিধি মাহাবুবুল আলম নিরব মোল্লা ও প্রেসক্লাব সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভোলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানটি ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, এনজিওকর্মীসহ সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিনত হয়।
বাধঁন তালুকদার এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এনটিভি ১৯বছর পার করে ২০ বছরে পা রেখেছে, যা একটি টিভি চ্যানেলের জন্য অনেক বড় অর্জন। সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান মালার কারনে অনেক জনপ্রিয় চ্যানেলটি। বিশেষ অনুষ্ঠান মালা আর নতুনের সৃস্টি করে থাকে এনটিভি। যে কারনে জনপ্রিয়তায় কোন কমতি নেই। আগামীর দিন গুলো যে সফলতার সাথে পার করতে পারে এবং সংবাদ আর অনুষ্ঠান মালা দিয়ে দর্শক জনপ্রিয়তা ধরে রাখবে এই প্রত্যাশা করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ০:১৮:৩৪   ২৯৯ বার পঠিত