শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় শালিশে চাঁদা না দেওয়ায় নারীকে মারধরের অভিযোগ!

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় শালিশে চাঁদা না দেওয়ায় নারীকে মারধরের অভিযোগ!
শুক্রবার, ১ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারুন চোদ্দার, দুলাল হাওলাদার, আল আমিন চোদ্দার গংদের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ জুলাই) দুপুরে রাজাপুর ৪নং ওয়ার্ডের আদমআলী মিজি বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ২জন আহত হয়। আহতরা হলেন, নাজমা বেগম (৩৫), হেলাল বেপারি (৪৫)।

---

নাজমা বেগম বলেন, আজ আমাদের পারিবারিক বিষয় নিয়ে একটি শালিস ছিলো। শালিসে বিচারগন উভয়পক্ষকে ১০ বেত ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে। বিচার কাজ শেষ বাড়ীতে ফেরার পথে হারুন চোদ্দার, দুলাল হাওলাদার, আল আমিন চোদ্দার গংরা আমাদের হামলা চালায় দেশীয় অস্ত্র দিয়ে মরধর করে। আমি ও আমার স্বামী হেলাল বেপারি গুরুতর আহত হলে এবং আমাদের ডাকচিৎকার শুনে আশেপাশে মানুষরা এসে আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে হারুন চোদ্দার শালিস বন্ধ করে দিবে বলে আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।  চাঁদা না দেওয়া আমরা এই হামলার শিকার হই। মারধরের সময় আমার গলায় থাকা চেন, কানের জিনিস ও ২০ হাজার নিয়ে যায়।
অভিযুক্ত হারুন চোদ্দারের সাথে একাধিকবার মুঠোফোন যোগাযোগ করলে তার বন্ধ পাওয়া যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, এই ঘটনা আমাদের কাছে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২০   ৩২৭ বার পঠিত