শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে অবৈধ মজুদের অভিযোগে ৭৬০ বস্তা চাল জব্দ

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে অবৈধ মজুদের অভিযোগে ৭৬০ বস্তা চাল জব্দ
শুক্রবার, ৩ জুন ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিন উপজেলায় অবৈধভাবে মজুদ এবং লাইসেন্স না থাকার অভিযোগে দুটি গোডাউন থেকে ৭৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম এ অভিযান পরিচালনা করেন। লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে মজুদের অভিযোগে উপজেলা সদরের মেঘনা রোডের হাওলাদার ট্রেডার্স নামের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

---

চাল ব্যবসায়ী নুরুন্নবী হালাদার এ গোডাউনের মালিক বলে জানা গেছে। চালের গায়ে খাদ্য অধিদপ্তরের লেভেল লাগানো ছিলো। জব্দকৃত চাল তজুমদ্দিন থাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্সকর্তা মরিয়ম বেগম জানান, গোপন সংবাদ পেয়ে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে ৭৬০ বস্তা চাল জব্দ করা হয়।
গোডাউন মালিকের লাইসেন্স নাবায়ন ছিলো না এবং সে অবৈবধভাবে এসব চাল মজুদ করেছিলো। এদিকে বিপুল পরিমান চাল জব্দ করার ঘটনায় পুলো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২০:০৮   ৪৬৯ বার পঠিত