শনিবার, ১১ মে ২০২৪

নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালের অপারেশন কার্যক্রমের উদ্বোধন

প্রচ্ছদ » জেলা » নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালের অপারেশন কার্যক্রমের উদ্বোধন
মঙ্গলবার, ৩১ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
গতকাল নিজাম হাসিনা চক্ষু হাসপাতালের অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ। হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মশিউর রহমান মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের অন্যতম রেটিনা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার তানভির আহমেদ, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আলহাজ্ব নেয়ামতুল্লাহ।

---

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্বীপ ভোলার জনগণের সৌভাগ্য যে, এখানে এধরনের একটি আধুনিক চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠিত রয়েছে, যেখানে নামমাত্র মূল্যে এবং হত দরিদ্রদের জন্য বিনামূল্যে চোখের সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তিনি দানবীর আলহাজ নিজাম উদ্দিন সাহেবের  নিরহংকার মানসিকতা ও মানব সেবায় বহুমুখী কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। হাসপাতালের এমডি ডাক্তার আব্দুল মালেক বলেন ২০১০ সাল থেকে এ পর্যন্ত এই হাসপাতলে ৭১ হাজারের বেশি মানুষের চক্ষু অপারেশন হয়েছে এবং ৪ লক্ষাধিক মানুষের চোখের চিকিৎসা করা হয়েছে। আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ বলেন, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনই আমার সকল সেবা কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য। তিনি এই সেবা কার্যক্রমকে আরো ব্যাপক করার সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন অতি শীঘ্রই হাসপাতালের নতুন ভবনে তার ভাতিজা মরহুম শাহাবুদ্দিনের নামে শাহাবুদ্দিন কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম শুরু হবে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১:২৯:০২   ৬০২ বার পঠিত