শনিবার, ১১ মে ২০২৪

ইউএনওর অভিযানে অবৈধ জালের দোকান সিল গালা ও ৭ লাখ মিটার জালে আগুন

প্রচ্ছদ » অপরাধ » ইউএনওর অভিযানে অবৈধ জালের দোকান সিল গালা ও ৭ লাখ মিটার জালে আগুন
রবিবার, ২২ মে ২০২২



চরফ্যাশন প্রতিনিধি ॥
উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ জালের দোকান সিল গালা ও ৭ লাখ মিটার কারেন্ট জাল এবং ২শত পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। রবিবার (২২ মে) বিকাল ৪টায় চরফ্যাশন উপজেলার সোনালী রোড, কাপড়িয়া পট্টি, থানা মসজিদ রোডে অবৈধ জালের দোকান ও গুদামে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল, ভোলা নৌ বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট ফজলুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারসহ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

---

এ প্রসঙ্গে ইউএনও আল নোমান রাহুল বলেন, উপজেলা প্রশাসন, ভোলা নৌ-বাহিনীর সেকেন্ড ল্যাপটেন্যান্ট এবং মৎস্য অফিস ও কোস্ট গার্ড এর সম্মিলিত অভিযানে বাজার থেকে আজ ৭ লাখ মিটার কারেন্ট জাল, ও ২শ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
এসময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স, আরিয়ান ট্রেডার্স নামের দুইটি খুচরা দোকান আরিয়ান ট্রেডার্স নামের একটি গুদাম সিল গালা করে দেয়া হয়েছে। এসব অবৈধ জালের কারণে নদীতে মাছের বৃদ্ধির হার কমে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪৬   ৩৯৮ বার পঠিত