ভোলায় কালবৈশাখী ঝড়ে বাল্কহেড ডুবি

প্রচ্ছদ » জেলা » ভোলায় কালবৈশাখী ঝড়ে বাল্কহেড ডুবি
রবিবার, ২২ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় ঝড়ের কবলে ৩টি দোকান ঘর দুমড়েমুচড়ে যায়। শনিবার (২১ মে) সকালে ভোলা সদর উপজেলর ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় মো. মনজু ও নাছিম জানান, ভোড় থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায় ঝড়ের কবলে পরে নদীতে থাকা এম ভি তামিম শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এসময় আমরা বাল্কহেড থাকা ৬ জনকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করি। এসময় তার পাশে থাকা এম ভি হ্রদয় নামের একটি খালি বাল্কহেড এসে মাছঘাটের ৩টি দোকানে ধাক্কা দেয়। এসময় মাছ ঘাটে একটি চায়ের দোকান দুটি মাছের আড়ত দুমড়ে মুচড়ে যায়।

---

ডুবে যাওয়া এমভি তানিম শামীম বাল্কহেড নাবিক মো. মনির বলেন, আমরা নদী ভাঙ্গনের ইমারজেন্সি কাজে জন্য বালুনিয়ে যাওয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড যায়। পরে আমার নদীতে ঝাপিয়ে পড়ি। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।
ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালা বাদশা জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু বোঝাই  করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।
এছাড়াও কালবৈশাখী ঝড়ে কবলে পরেভোলার ৭ উপজেলায় বেশ করেকটি ঘড় বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ০:৫৩:১৩   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ