শনিবার, ১১ মে ২০২৪

এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বোরহানউদ্দিনে মানববন্ধন

প্রচ্ছদ » ইসলাম » এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বোরহানউদ্দিনে মানববন্ধন
শুক্রবার, ২০ মে ২০২২



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের আমীর বিশিষ্ট বক্তা আল্লামা ড. এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মানিকার হাট বাজারে তাহরিকে খাতমে নবুওয়াত ভোলা জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়।

---

জুমার নামাজের পর মানিকার হাট বাজারে শত শত মানুষ জড়ো হয়। বাজারের উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত দুইপাশে মুসুল্লিরা মানববন্ধনে দাঁড়িয়ে ড. এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে শ্লোগান দেয়।
ওই সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, মৃর্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জামাত নেতা মাও. মো. নূরনবী, উপজেলা কৃষকলীগের সভাপতি ও তাহরিকে খাতমে নবুওয়াত ভোলা জেলা শাখার সহ-সভাপতি মো. অজিউল্লাহ বিশ্বাস, ইদারার মূল কেন্দ্র মাদ্রাসার সুপার ও তাহরিকে খাতমে নবুওয়াত ভোলা জেলা শাখার সভাপতি মাও: মো: ফখরউদ্দিন, তাহরিকে খাতমে নবুওয়াত ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: ইউসুফ আসলামী, সাংগঠনিক সম্পাদক মাও: মো: ইব্রাহীম প্রমুখ।
সমাবেশে বক্তারা এনায়েতউল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিহিত করে বলেন, আলেম-ওলামাদের সাথে সরকারের কোন বিরোধ নেই। একটি মহল বিরোধ সৃষ্টি করে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাঁরা ওই মহলেরও শাস্থি দাবী করেন। বলেন, সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ আসাদুল্লাহ মঞ্জু বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪২   ৪৫০ বার পঠিত