শনিবার, ১১ মে ২০২৪

৫ টাকার টিকিটে ১০ লিখে আদায়, ইলিশা লঞ্চঘাটে দুজনের জেল-জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » ৫ টাকার টিকিটে ১০ লিখে আদায়, ইলিশা লঞ্চঘাটে দুজনের জেল-জরিমানা
সোমবার, ৯ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
টিকিটের গায়ে লেখা আছে পাঁচ টাকা। সেখানে কলম দিয়ে ১০ টাকা লিখে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এ অপরাধে সোমবার (৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোলার ইলিশা লঞ্চঘাটে দুজনকে জেল-জরিমানা করা হয়েছে।
তারা হলেন, কাউন্টারম্যান মো. লিটন (২৮) ও ঘাট ইজাদারের প্রতিনিধি মো. ফারুক (৪৫)। লিটনকে সাতদিনের বিনাশ্রম করাদ- ও ফারুককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সালেহ আহমেদ এ দ- দেন।

---

কারাদ-প্রাপ্ত লিটন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদারহাট এলাকার বাচ্চু মাতাব্বরের ছেলে। অর্থদ-প্রাপ্ত ফারুক ভোলা পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় ঘাটের পাঁচ টাকার টিকিটে কলম দিয়ে ১০ লিখে লঞ্চ যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হচ্ছে। এ অপরাধে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনের জেল ও অন্যজনের জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৭   ৪৭৫ বার পঠিত