শনিবার, ১১ মে ২০২৪

চরফ্যাশনে মসজিদের জমি রদবদল ও দখল নিয়ে রক্তাক্ত হামলা

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে মসজিদের জমি রদবদল ও দখল নিয়ে রক্তাক্ত হামলা
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২



---

চরফ্যাশন প্রতিনিধি ॥
মসজিদ সংলগ্ন খাস জমির জলাশয় দখল নিয়ে মসজিদের সাবেক সম্পাদকের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। মামলার বাদি ও মসজিদের সাবেক ক্যাশিয়ার মনির আখন বলেন, একটি খাস জমির পুকুর রদবদল করে মসজিদের প্রতিবেশিদের কাছ থেকে মসজিদের জন্য মালিকানা জমি নেয়া হয়। ওই খাস জমির পুকুরটি হাজারিগঞ্জ ৭নং ওয়ার্ডের কবির ও লুৎফন্নেছা দীর্ঘ ১৫বছর ধরে ভোগ দখলে থাকলেও গত ৮এপ্রিল মসজিদের সাবেক সম্পাদক ফরিদ মিন্টুর নেতৃত্বে পুকুরটি ভরাট করে দখলের চেষ্টা করলে কবির ও লুফুন্নেছার সঙ্গে বাকবিতন্ডা হয়। বিষয়টি ভূক্তভোগী পরিবার আমাদের জানালে আমরা ফরিদ মিন্টুকে ওই জমি দখল ও ভরাট করতে নিষেদ করলে তিনি আমাদের দেখে নেয়ার হুমকিধমকি দেয়। পরে ঘটনার দিন (১০ এপ্রিল) গত রবিবার রাত ৮টায় আমরা বাড়ি যাওয়ার সময় নপ্তীর হালট বেড়িবাঁধ সড়কের উপর ফরিদ মিন্টুর নেতৃত্বে, জসিম বেপারী, ফিরোজ, মিরাজ, রতন বেপারী, আমিরুল ইসলাম, নজরুল, জালাল ও কাজল মাকসুদসহ আরো ১০-১৫জন একত্রিত হয়ে দেশিও ধারালো অস্ত্র দিয়ে আমাদের এলোপাথারি কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। এঘটনায় জোবায়ের (২০) মনির আখন (৩৫) বেল্লাল (২৫) ও সেলিম আখন (৩৬) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করে। হামলায় জোবায়ের গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার্ড করেন। হামলার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৮:৩২   ৩৩০ বার পঠিত