লালমোহনে জন্ম নিল জোড়া লাগানো শিশু

প্রচ্ছদ » জেলা » লালমোহনে জন্ম নিল জোড়া লাগানো শিশু
বুধবার, ১৩ এপ্রিল ২০২২



ছোটন সাহা ॥
ভোলার লালমোহনে কৃষক পরিবারে জন্ম নিল জোড়া লাগানো দুটি শিশু। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ‘লালমোহন ক্লিনিকে’ শিশু দুটির জন্ম হয়। মাথা এবং হাত-পা আলাদা হলেও তাদের পেট জোড়া লাগানো রয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়েছে বলে জানা গেছে। তবে শিশুটির মা এবং শিশুরা উভয়ই সুস্থ্য রয়েছে।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোড়া লাগানো শিশু দুটিকে দেখতে ক্লিনিকে ভীড় জমিয়েছেন উৎসুক জনতা। লালমোহন উপজেলার উত্তর ফুলবাগিচা গ্রামের কৃষক বিল্লাল হোসেন ও মিতু বেগমের ঘরে জন্ম নেয় শিশু দুটি।

---

ক্লিনিকের ম্যানেজার ইলিয়াস হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে সিজার সম্পন্ন হয়। গাইনি চিকিৎসক ডাঃ মুনতাহীনা হক জিমের তত্ত্বাবধানে অপারেশনটি স¤পন্ন হয়। এতে ওই প্রসূতির জোড়া লাগানো শিশু জন্ম হয়। নবজাতক দুটি উভয় ছেলে।
তিনি আরও বলেন, শিশুটির পিতা-মাতা আগে থেকে যমজ সন্তান জন্ম নেয়ার বিষয়টি জানলেও তবে জোড়া লাগানো সন্তান হবে এ বিষয়টি তারা কেউ জানতেন না। তবে শিশুদের জরুরি ভিত্তিতে ঢাকা বরিশাল নেয়ার পরামশ দিয়েছেন।
এদিকে যমজ সন্তান জন্ম নেয়ার পর শিশু দুটির বাবা-ময়ের হানি ফুটলেও তাদের চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিনাতায় পড়েছেন বাবা-মা।
এ ব্যাপারে ডাক্তার মুনতাহীনা হক জিম জানান, অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে এখনই না। তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশু দুটি সুস্থ্য রয়েছে।এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, বিষয়টি জানার পর থেকে আমরা সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছি, তাদের চিকিৎসা দেয়ার জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১:১৯:২০   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ