হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

প্রচ্ছদ » ভোলা সদর » হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
শুক্রবার, ১৮ মার্চ ২০২২



রাকিব হাওলাদার ॥
ভোলা সদরের পরানগঞ্জস্থ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. টিপু সুলতানের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

---

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. টিপু সুলতান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাথা। তার জন্ম না হলে হয়তো বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না। তার জন্ম, শৈশব, শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান তুলে ধরে তারা উল্লেখ করেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। তিনি ছিলেন মজলুমের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও জনকল্যাণে আপোষহীন। তিনি তার সারাজীবন শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে কাটিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন মানুষের অধিকার ও স্বাধীনতা।
আলোচনা সভা শেষে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে, কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দের উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১:৩৮:০৮   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
সমাজসেবী এবিএম শাহজাহান স্মরণে শোকসভা ও দোয়া
পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
চরপাতা ইউনিয়নে কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা



আর্কাইভ