শনিবার, ১১ মে ২০২৪

মদনপুর ইউনিয়নের চরবৈরাগী পরিচালনা কমিটি গঠন

প্রচ্ছদ » দৌলতখান » মদনপুর ইউনিয়নের চরবৈরাগী পরিচালনা কমিটি গঠন
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলার দৌতলখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর বৈরাগী মৌজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইলিশা জংশন একটি স্কুল কক্ষে চরবৈরাগী মালিকরা বসে সিদ্ধান্ত মোতাবেক মোজাম্মেল খালাসী সভাপতি ও আলাউদ্দিন সাজীকে সাধারণ সম্পাদক করে ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি চরবৈরাগী মৌজার জমির সকল মালিক পক্ষদের নিয়ে সমঝোতা করে সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং কোন মালিক পক্ষকে বঞ্চিত করে যদি কোন ভূমিদস্যু জোরজুলুম করে দখল করতে চায় এই কমিটি চরবাসীদের নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
নবগঠিত কমিটি তাদের নিজস্ব স¤পত্তি ভোগ দখলে যেন কোন ভূমিদস্যুতার আক্রমনের শিকার না হয় এজন্য ভোলার রাজনীতিক ও জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ: কমিটিতে অন্তভুক্ত হয়নি এমন কোন মালিকপক্ষ থাকলে নবগঠিত কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাজী।

বাংলাদেশ সময়: ০:০২:৫৫   ৩৮৪ বার পঠিত