শনিবার, ১১ মে ২০২৪

রাজাপুরে এক মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা, লুট ঘরবাড়ি ভাংচুর

প্রচ্ছদ » অপরাধ » রাজাপুরে এক মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা, লুট ঘরবাড়ি ভাংচুর
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার রাজাপুরে এক মেম্বার প্রার্থী ও তার সমর্থকদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বোরবার বিকালে রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুস সালাম ও তার সমর্থকদের বাড়িতে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

---

রাজাপুরের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুস সালাম অভিযোগ করেন, রোববার বিকাল ৩টায় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওহাব আলী ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মিজান খান সমর্থকরা দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার বসতঘর ও তার সমর্থক খান বাড়ির কালু মাঝি, বেপারী বাড়ির শাজাহান ও মোল্লা বাড়ির আবু তাহেরের ঘর কুপিয়ে তছনছ করে। হালাকারীরা স্বার্ণালংকার, নগদ টাকা ও ধান লুট করে নিয়ে যায়। নাছির সরদার, সাদ্দাম, বাবু, জাহাঙ্গীর কবিরাজ, বজলু ও মানিক বেপারীর নেতৃত্বে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আবু তাহের নামের একজন আহত হয়েছে। এ ঘটনায় থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দাখিল করবেন আবদুস সালাম।
তবে আবদুস সালামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে অপর মেম্বার প্রার্থী ওহাব আলী জানান, তার ৩ সমর্থকের ঘরবাড়ি ভাংচুর করেছে আবদুস সালালেম লোকজন। তাদের হামলায় জামাল ও বাবুল নামের ২ জন আহত হয়েছে। এ হামলার বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪২   ৪২৫ বার পঠিত