শনিবার, ১১ মে ২০২৪

তজুমদ্দিনে সিপিপির নারী সদস্যদের প্রশিক্ষণ

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে সিপিপির নারী সদস্যদের প্রশিক্ষণ
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) তজুমদ্দিনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিপিপি- এ্যাকশন এইড বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে নারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়নকল্পে নারী নেতৃত্ব এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক ১ দিনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলার সোনপুর ইউনিয়নে খামারামদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মো. মাজহারুল হক।

---

এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়নের ডেপুটি টিম লিডার শাহ মো. নুর মোহাম্মদ সাজী, ইউনিট লিডার ফরহাদ সাজী প্রমুখ। প্রশিক্ষণে সোনাপুর ইউনিয়নের ৪০ জন নারী স্বেচ্ছাসেবক অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৭   ৩৩২ বার পঠিত