পঞ্চম ধাপে ভোলা সদরের ১২টিসহ দেশের ইউপি নির্বাচন ৫ জানুয়ারি

প্রচ্ছদ » জেলা » পঞ্চম ধাপে ভোলা সদরের ১২টিসহ দেশের ইউপি নির্বাচন ৫ জানুয়ারি
রবিবার, ২৮ নভেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ভোলা সদরের ১২টিসহ দেশের ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। গতকাল শনিবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। ভোলার ইউনিয়নগুলো হচ্ছে পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, উত্তর দিঘলদী, দক্ষিণ দিঘলদী, রাজাপুর, বাপ্তা, ধনিয়া, চরসামাইয়া, ভেদুরিয়া, আলীনগর (ইভি), শিবপুর (ইভি), ভেলুমিয়া (ইভি)। সদরের কাচিয়া ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি।

---

তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ৭ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৯ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। ভোট হবে ৫ জানুয়ারি। এ ধাপের ৩৭ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলোয় ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। নূরুল হুদার কমিশন আসছে ফেব্রুয়ারিতে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট ধাপে ধাপে শেষ করার পরিকল্পনা করেছে। চলতি বছরের মার্চে ইউপি ভোটের তফসিল দিয়ে ১১ এপ্রিল থেকে নির্বাচন শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আটকে যায়। পরে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০০ ইউপির ভোট রোববার। এরপর ২৩  ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট হবে। নারায়ণগঞ্জ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, “আগামী সপ্তাহে কমিশনের আরেকটি মিটিং হবে। ওই বৈঠকে নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করার যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারায়ণ সিটির বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তির আগের তিন মাসের মধ্যে ভোটের আয়োজন করতে হবে ইসিকে।

বাংলাদেশ সময়: ০:৩২:৪২   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪
মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেনা: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
ভোলায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন



আর্কাইভ