শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় মেঘনা নদী থেকে অবৈধ মশাড়ি জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্যবিভাগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় মেঘনা নদী থেকে অবৈধ মশাড়ি জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্যবিভাগ
রবিবার, ২১ নভেম্বর ২০২১



স্টাফ রিপোর্র্টার ॥
ভোলার সদর উপজেলার মেঘন নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। রবিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকালে পর্যন্ত ভোলা সদর উপজেলা মৎস্য বিভাগের একটি টিম মেঘনা নদীর কাচিয়া কাঠির মাথা, মাঝের চরসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার মশাড়ি জাল জব্দ করে ভোলা সদর উপজেলা মৎস্য বিভাগ। যার অনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসাইন নেতৃত্বে ধনিয়া মেঘনা নদীর পারে জালগুলো অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা প্রতীক দে।
এর আগে দুপুরে ভোলার মেঘন নদীর মাঝের চর, কাচিয়া কাঠির মাথা এলকায় অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করে ভোলা সদর উপজেলা মৎস্য বিভাগ।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসাইন বলেন, ভোলা জেলা মৎস কর্মকর্তা এস এম আজহারুল ইসলামের নির্দেশনায় আমরা ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি নিয়মিত। এর মাধ্যমে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে এই অবৈধ জাল উদ্ধার করে মেঘনার পারে পুড়িয়ে দেয়া হয় বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৭   ৪৪৯ বার পঠিত