শনিবার, ১১ মে ২০২৪

লালমোহনে জমিজমা বিরোধের জেরধরে, হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে জমিজমা বিরোধের জেরধরে, হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
সোমবার, ১৫ নভেম্বর ২০২১



---

লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনে জমিজমা বিরোধের জেরধরে বসতঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে উপজেলা বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেরাগ আলী দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে আব্দুর রশিদ মিয়া, তার ভাই আবু তাহের অভিযোগ করে বলেন, গত ১২তারিখে আনুমানিক রাত একটার দিকে পূর্বপরিকল্পিতভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু, অহিদুউল্লাহ, জসিম, সিরাজ, নজরুল, হাসেম খা, মাহে আলম মোল্লাসহ ১৫ থেকে ২০ জন লোক রশিদ মিয়ার ঘরের দরজা ভেঙে, রশিদ মিয়া স্ত্রীকে মার দর করে ঘর থেকে বের করে দেয়। ঘরে থাকা গহনা ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে, দেশীয় ধারালো অস্ত্রে দিয়ে  ঘরের বেড়া জানলা দরজা এলোপাতাড়িভাবে কুপিয়ে ভাঙ্গচুর করে ঘরটিতে আগুন দরিয়ে দেয়। পরে রশিদ মিয়ার, ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে. ও তার স্ত্রী পনচি বিবিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়। এ বিষয়ে রশিদ মিয়া লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উক্ত হামলার সঠিক তদন্ত মাধ্যমে কঠিন বিচারের দাবি জানাচ্ছেন ভুক্তভোগী পরিবার।

বাংলাদেশ সময়: ২১:৩১:০৬   ৩৭২ বার পঠিত