শনিবার, ৪ মে ২০২৪

প্রচ্ছদ » অপরাধ »
শুক্রবার, ৮ অক্টোবর ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
এনটিআরসি এর দ্বিতীয় চক্রের শিক্ষক নিয়োগে শূন্য পদের ত্রুটিপূর্ণ তথ্য দেওয়ায় চরফ্যাশনের দুই প্রধান শিক্ষকের তিন মাসের এমপিও কেটে রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দায়ীদের এমপিও কেটে রাখার নির্দেশনা দিয়ে সম্প্রতি একটি আদেশ জারি করা হয়েছে। চরফ্যাশন উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগম ও পূর্ব ওসমানগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকসহ ভোলার মোট পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
জানা গেছে, শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েও কয়েক হাজার প্রার্থী যোগদান ও এমপিওভূক্ত হতে জটিলতায় পড়েন। মহিলা কোটা,নবসৃষ্ট পদে নিয়োগ,প্যাটার্ন জটিলতাসহ নানা সমস্যায় তাঁরা এমপিওভুক্ত হতে পারছিলেন না। এসব জটিলতার মূলে ছিলেন শূন্যপদের ত্রুটিপূর্ণ তথ্য পাঠানো প্রতিষ্ঠান প্রধানদের। ত্রুটিপূর্ণ তথ্য পাঠানো প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, ২০১৮ সালের ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়। বিধান ছিল এসব পদে নিয়োগে মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে। এ পদগুলো নবসৃষ্ট পদ নামে পরিচিত। এ প্রতিষ্ঠান প্রধান আদেশ জারির আগেই দ্বিতীয় চক্রে শিক্ষক নিয়োগের চাহিদা হিসেবে সে পদগুলোকে শূন্য দেখান। যার ফলে সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারছিলেন না। তাই এ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত ১৯ ও ২০ সেপ্টেম্বর তিন মাসের এমপিও কর্তনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৮   ৪০৬ বার পঠিত